http://www.amardeshonline.com/pages/details/2010/10/23/50121
কোরআন-হাদিসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা : আহমদুল্লাহ আশরাফ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, বর্তমানে দেশ ও জাতি ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এক সঙ্কটকাল অতিক্রম করছে। জনগণ সরকারের কর্মকাঙ্গে দারুণভাবে উদ্বিগ্ন ও উত্কণ্ঠিত। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই তার খেসারত দিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা বর্তমানে ইসলাম ধ্বংসের হাতিয়ার হয়েছে। কোনো মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। কিন্তু বর্তমানে ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে ইসলামের বিধান নিষিদ্ধ করা হচ্ছে। তিনি সরকার প্রধানকে উদ্দেশ করে বলেন, আপনাদের পতন ডেকে আনবেন না, অন্য দলের পাল্লা ভারি করবেন না। আসমানি বিধান বিষয়ে অনধিকার চর্চা করবেন না। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আবু লাহাব, আবু জেহেল ও এজিদের মতো পরিণতি হবে। হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে।
তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে খেলাফত আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে তার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব মাওলানা মোহাম্মাদ জাফরুল্লাহ খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, হাজী জালাল উদ্দিন বকুল প্রমুখ।
তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে খেলাফত আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে তার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব মাওলানা মোহাম্মাদ জাফরুল্লাহ খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, হাজী জালাল উদ্দিন বকুল প্রমুখ।