Tuesday, October 12, 2010

আওয়ামী শাসনে দেশ ইসলামসহ বহুমুখী আগ্রাসনের শিকার : খেলাফত আন্দোলন


http://www.amardeshonline.com/pages/details/2010/10/11/48093

11-10-2010

আওয়ামী শাসনে দেশ ইসলামসহ বহুমুখী আগ্রাসনের শিকার : খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার
গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, আওয়ামী সরকারের দায়িত্বহীনতায় দেশের স্বাধীনতা এবং জাতিসত্তার মূলস্তম্ভ, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ইসলামবিদ্বেষসহ দেশ বহুমুখী আগ্রাসনের শিকার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ উঠিয়ে দেয়া, বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের ভর্তি না করা এবং বোরকা পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার নাস্তিক-মুরতাদদের দাবিতে নতজানু হয়ে পড়েছে।
তারা বলেন, দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যেও চলছে তোড়জোড়। এজন্য সরকার সুপ্রিমকোর্টের একটি বিতর্কিত রায়কে পুঁজি হিসেবে দাঁড় করাচ্ছে। বক্তারা বলেন, কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাংলার মানুষ কখনোই গ্রহণ করবে না। খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, মেজর (অব.) আখতারুজ্জামান, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ।