http://www.amardeshonline.com/pages/details/2012/06/06/148418
বুধবার ৬ জুন ২০১২, ২৩ জ্যৈষ্ঠ ১৪১৯, ১৫ রজব ১৪৩৩ হিজরী
জাতীয় চিন্তা ও চরিত্র সংশোধন না করলে জাতির মুক্তি সম্ভব নয় : আহমাদুল্লাহ আশরাফ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, মরহুম হজরত হাফেজ্জী হুজুর ছিলেন এ যুগের মুসলিম উম্মাহর অভিভাবক। তিনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী বর্তমান মুসলিম উম্মাহর আত্মশুদ্ধি-চিন্তা শুদ্ধির চিকিত্সা হিসেবে মুক্তির পাথেয় ‘দুনিয়ার মুসলিম এক হও, নেক হও’ বলে এক মহান এসলাহী দর্শন পেশ করে গেছেন। তিনি উপলব্ধি করেন আজকের মুসলিম বিশ্বের মুমূর্ষু অবস্থার জন্য ঐক্য ও উপযুক্ত দ্বীনি চিন্তা ও চরিত্রের অভাবই দায়ী। জাতীয় চিন্তাচেতনা ও চরিত্র সংশোধন না করলে জাতির মুক্তি সম্ভব নয়। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) নিজ হাতের লেখা ধর্মীয় ও রাজনৈতিক উপদেশাবলী সংবলিত পুস্তিকার সঙ্কলন ‘হাফেজ্জী হুজুর (রহ.) রচনা সমগ্র’ প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাফেজ্জী হুজুর (রহ.) গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, খেলাফত আন্দোলনের উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, নায়েবে আমির আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আজম খান, হাফেজ্জী হুজুর (রহ.) গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা আবদুর রহিম কাসেমী, মাওলানা তৌহিদুজ্জামান, ডা. খালেদ হোসেন প্রমুখ। পরিচালনা করেন মাওলানা সুলতান মহিউদ্দিন।
বুধবার ৬ জুন ২০১২, ২৩ জ্যৈষ্ঠ ১৪১৯, ১৫ রজব ১৪৩৩ হিজরী
জাতীয় চিন্তা ও চরিত্র সংশোধন না করলে জাতির মুক্তি সম্ভব নয় : আহমাদুল্লাহ আশরাফ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, মরহুম হজরত হাফেজ্জী হুজুর ছিলেন এ যুগের মুসলিম উম্মাহর অভিভাবক। তিনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী বর্তমান মুসলিম উম্মাহর আত্মশুদ্ধি-চিন্তা শুদ্ধির চিকিত্সা হিসেবে মুক্তির পাথেয় ‘দুনিয়ার মুসলিম এক হও, নেক হও’ বলে এক মহান এসলাহী দর্শন পেশ করে গেছেন। তিনি উপলব্ধি করেন আজকের মুসলিম বিশ্বের মুমূর্ষু অবস্থার জন্য ঐক্য ও উপযুক্ত দ্বীনি চিন্তা ও চরিত্রের অভাবই দায়ী। জাতীয় চিন্তাচেতনা ও চরিত্র সংশোধন না করলে জাতির মুক্তি সম্ভব নয়। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) নিজ হাতের লেখা ধর্মীয় ও রাজনৈতিক উপদেশাবলী সংবলিত পুস্তিকার সঙ্কলন ‘হাফেজ্জী হুজুর (রহ.) রচনা সমগ্র’ প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাফেজ্জী হুজুর (রহ.) গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, খেলাফত আন্দোলনের উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, নায়েবে আমির আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আজম খান, হাফেজ্জী হুজুর (রহ.) গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা আবদুর রহিম কাসেমী, মাওলানা তৌহিদুজ্জামান, ডা. খালেদ হোসেন প্রমুখ। পরিচালনা করেন মাওলানা সুলতান মহিউদ্দিন।